অনেকদিন পরে টিভি তে একটা বাংলা সিনেমা দেখলাম, ছবির নাম "দেয়া নেয়া"। সিনেমা তা এর আগেও বহুবার দেখেছি। কোনোবার ই পুরনো হয়নি। এ বারেও তার অন্যথা হলো না। ৬০ এর দশকের সিনেমা। কিন্তু কত জ্লজ্যান্ত মনে হলো। তখনকার সাদা-কালো ছবি তেও গল্প আর তার চরিত্র, এই দুটোই কি রেফ্রেশিং! এই সহজ সরল প্রেমের কাহিনীর মধ্যে একটা মন ভালো করে দেওয়া সতেজতা রয়েছে। দুর্ভাগ্যবশত যেটা এখনকার সিনেমার মধ্যে বিরল।
No comments:
Post a Comment