Thursday, June 6, 2013

Nilkantha Pakhir Khonje - Atin Bandopadhyay

অতীন বন্দোপাধ্যায়ের " নীলকন্ঠ পাখির খোঁজে " পড়লাম। আগে কখনো অতীন বন্দোপাধ্যায়ের কোনো লেখা পড়ি নি আমি। কেন জানি না, এই বইটা পড়ার ইচ্ছা কিছুদিন ধরেই তীব্র হচ্ছিল। কিনে ফেললাম।  পড়তে শুরু করলাম। আর ভেসে গেলাম। ভেসে গেলাম এক অদ্ভুত সাবলীল স্রোতে। লেখার এমন সাবলীল গতি সত্যি অনকেদিন পরে পড়লাম। গ্রাম-বাংলার জীবন নিয়ে লেখা তো অনেক পড়েছি , কিন্তু গ্রাম-বাংলার জীবনের সাথে এমনভাবে অন্তরীণ হয়ে যাই নি কখনো। "আম-আঁটির  ভেঁপু"র পরে গ্রাম-বাংলার এমন প্রাঞ্জল অথচ অবিকৃত ছবি বোধহয় কেউ আঁকতে পারেন নি। চরিত্র, চরিত্রের মুখে ভাষা, তাদের জীবনধারা -এসব ই যেন বড্ড চেনা, বড্ড কাছের। অপরিচিত চরিত্রগুলোর পিছনে তাই যেন বেশ কয়েকটা পরিচিত মুখ ভেসে উঠছিল। মনে হচ্ছিল ওই ফতিমাকে আমি চিনি। মনে হচ্ছিল ওই স্থলপদ্ম গাছটা আমার ছোটবেলার স্থলপদ্ম গাছ, যার ফুলগুলোকে আমার বৃহদাকার গোলাপ ফুল বলে মনে হত। আর একটা স্থলপদ্ম পাওয়ার জন্য আমি পাড়ায় - বেপাড়ায় হন্যে হয়ে ঘুরে বেড়াতাম। 

লেখকের সাবলীলতা যেমন আমাকে মুগ্ধ করেছিল, তেমনই বিস্মিত করেছিল তাঁর পরিচ্বন্ন পরিশীলতা। সমগ্র উপন্যাসখানি জুড়ে এক প্রছন্ন চরিত্র " পলিন"। সে থেকেও নেই , আবার না থেকেও আছে। তার থাকা - না- থাকার সুত্রে বাঁধা পরে গেছে একের পর এক চরিত্র। তাদের জীবনের উত্থান -পতন সবই যেন পলিন নির্ধারিত। "পলিন -মনিন্দ্রনাথ"এর প্রেমগাথা কোথাও অনাবশ্যকভাবে অতিরঞ্জিত হয়ে ওঠে নি। অথচ তাঁরা চিরন্তন প্রেমের আদর্শ স্বরূপ। তবু তাঁদের কখনো অতিনাটকীয় হতে দেখা যায় নি। যে কোনো লেখকের পক্ষে এই লোভটুকু সম্বরণ করাও কম কৃতিত্বের কথা নয়। অতীন বন্দোপাধ্যায় এর এই সংযমই 'পলিন-মনিন্দ্রনাথ' কে কখনো সস্তা চরিত্র হয়ে যেতে দেয় নি। তাই আমরা পাঠকরা পেয়েছি মনের গভীরে ছুঁয়ে যাওয়া এক অন্য রকম প্রেমিক পুরুষকে। 

পলিনের কথা বললে 'বড় বউ' কে বাদ দেওয়া যায় না। সাধারণ গ্রামবাংলায় একেবারে গ্রাম্য এক বধু কি করে সবার অলক্ষ্যে লুকিয়ে রাখল এমন এক গভীর মননশীলতা? কখনো তাঁকে মনিন্দ্রনাথের মত এক উচ্চশিক্ষিত , মহাজ্ঞানী স্বামীর অযোগ্য স্ত্রী বলে মনে হয় নি। বরং স্বামীর মৌনতা আর তাঁর মৌন-মুখরতা - এই দুই এ মিলে এক স্বতন্ত্র দাম্পত্য বন্ধন তৈরী করেছে। সে বন্ধন আর দশটা সাধারণ স্বামী- স্ত্রীর সম্পর্ক থেকে অনেক বেশি সূদৃঢ়। তাই 'পলিন' প্রেমে পাগল জ্যঠা মশাই শুধু দুটি অপেক্ষারত  চোখ দেখে নিমেষে ফিরে আসতে পারেন সাধারণের পরিচিত ' বাস্তব ' দুনিয়ায়। আর আপাদমস্তক গ্রাম্য সংস্কারে আচ্ছন্ন জ্যাঠাইমা পারেন স্বামীর তালে তাল মিলিয়ে তরমুজ ক্ষেতে আদম আর ইভের মত ঘুরে বেড়াতে। নাই বা বুঝলেন তিনি কিটস এর কবিতা। কিন্তু কিটস পরা তাঁর স্বামীর মনটাকে বোঝেন তিনি। এ প্রেম অদ্ভুত। এ সখ্য সত্যি ই অন্যরকম। 

সোনাকে নিয়ে বেশি কিছু লিখব না। কারণ বইখানি পড়ে আমার মনে হয়েছে , সোনা নয়, সোনার চোখ দিয়ে দেখা চরিত্রগুলো তুলে ধরাই  ছিল লেখকের উদ্দেশ্য। তাই প্রতিটা চরিত্রই মনে শ্রদ্ধা জাগায়। প্রতিটি চরিত্রই নিজের চরিত্রকে আর একবার বিচার করতে শেখায়।

আর একটি চরিত্র বুড়া কর্তার চরিত্র। গোঁড়া হিন্দু ধর্মের রক্ষনশীল পিতা , পুত্রকে ধর্মচ্যুত হতে দেবেন না। তাই তিনি যেকোনো কৌশল অবলম্বন করতে পারেন নিজের ধর্মপালনের জন্য। এই চিরাচরিত গল্প তো সেকাল থেকে একাল অবধি বেশিরভাগ চলচ্চিত্রেরই পটভূমি।  কিন্তু সেই একঘেয়ে ঘটনাকে বিন্দুমাত্র পরিবর্তন না করেও লেখক এই বৃদ্ধ পিতার চরিত্রে এনেছেন অনন্য এক ছোঁয়া। আর কোনো লেখক বোধ হয় ধর্মের সঙ্গে সংস্কারের সঙ্গে পিতৃত্বের নীরব লড়াইকে এমন  সুক্ষ্মভাবে ফুটিয়ে তুলতে পারেন নি তাঁর লেখনীতে। সাধারণত এমন ক্ষেত্রে নায়কের যন্ত্রনাই আমাদের সমব্যথী করে তোলে। কিন্তু আশ্চর্যভাবে এখানে এক ব্যথাতুর পিতা সমানভাবে ভাগ বসিয়েছে আমাদের সেই সহানুভুতিতে। কোন ও যুক্তি-অযুক্তিকে গ্রাহ্য করে নি পাঠক মনের এই সহমর্মিতা।  অথচ বৃদ্ধ  মহেন্দ্রনাথের মধ্যে কোথাও এতটুকু ' অতি ' নেই।

সব শেষে ' পাগল ঠাকুর। ' আমার অতি প্রিয় একটি চরিত্র। সোনার চোখ দিয়ে না দেখলে লেখক বোধ হয় সত্যি পারতেন না এমন এক দুর্গম চরিত্র কে এমন এক সহজ ভঙ্গিমায় প্রকাশ করতে। আর কোনো গল্প , কোনো উপন্যাস মনিন্দ্রনাথের মত এক চরিত্রকে পেয়েছে কিনে জানি না। এ চরিত্র স্বমহিমায় ভাস্বর। যেন আর কারো প্রয়োজন নেই তাঁর জগতে। তাঁর সুদৃঢ় স্কন্ধে তিনি একাই ধরে রাখতে পারেন সমগ্র এক উপন্যাসের টান। সোনার সঙ্গে তাঁর যে অব্যক্ত সম্পর্ক তাই ভাষা হয়ে ফুটে রয়েছে সমগ্র উপন্যাস জুড়ে।

 আমার অতি কাছের কোনো মানুষের সঙ্গে বড় মিল পেয়েছিলাম আমি মনিন্দ্রনাথের চরিত্রের সাথে। তাই জানি না চরিত্রটির প্রতি আমার এই অনুরাগ পক্ষপাতদুষ্ট  কিনা। পক্ষপাতটুকু বাদ দিলেও কিন্তু একথা এক বাক্যে স্বীকার্য যে মনিন্দ্রনাথ এক অনন্য সাধারণ চরিত্র। তাঁর সাথে আর কারো তুলনা চলে না। মনিন্দ্রনাথকে জেনেও কখনো বলা যায় না, " এ চরিত্র অমুক লেখকের অমুক চরিত্রের কথা মনে করিয়ে দেয়।" তিনি নিজেই একটি একক। 

কিন্তু তাঁর শেষটুকু নিয়ে লেখকের প্রতি আমার ভারী অভিযোগ। এমন এক রাজকীয় চরিত্রের এ কেমন ধারা অন্ত ? কখনো যদি লেখকের ঠিকানা জোগাড় করতে পারি তো এ লেখা আমি তাঁকে নিশ্চই  পাঠাব। একি সত্যি ঘটনা ? জ্যেঠামশাই এর মৃত্যু কি সত্যি-ই এমন মর্মান্তিক ? যদি তা না হয় তবে কি প্রয়োজন ছিল এমন এক নিষ্ঠুর পরিনতি আঁকার ? ফেলু শেখ এর মত চরিত্রও নিজের একটা সমাধি পায় , মৃত্যুর পরে চোখের জল ফেলার মত একজন প্রেমিকাকে পায়। আর ' পাগল ঠাকুরের ' মত আপাদমস্তক সৎ এক চরিত্রের কিনা এমন এক গুমনাম মৃত্যু ! এই পরিণতির সঙ্গে কিছুতেই সহমত হতে পারছে না। গল্পের কোনো স্বার্থও তো পুরণ  করছে না তাঁর এই  হঠাৎ মৃত্যু !  বড় বউকে  যদি আমরণ প্রতীক্ষায় রাখাই গল্পকারের উদ্দেশ্য হত, তাহলে ডিঙ্গিতে চড়ে পাগল জ্যেঠামশাই হারিয়ে যেতে পারতেন। আমরা , পাঠক রাও তাহলে জেঠাইমার সাথে তাঁর ফেরার অপেক্ষায় থাকতাম। কিন্তু আমাদের এই অপেক্ষাটুকুও কেড়ে নিয়ে লেখক কি পেলেন ? জ্যেঠামশাই -ই বা কি পেলেন ! হয়ত তিনি অবশেষে পলিনের সাথে বিলীন হয়ে যেতে পারলেন। কিন্তু আমাদের ক্ষুদ্র মন তাঁকে কাছ ছাড়া করতে  চায় না। বার বার মনে হয় বিচার হলো না , সঠিক বিচার হলো না।



Friday, May 31, 2013

My Homage to Rituparno

" আবার জন্ম নিও, তোমার অসম্পূর্ণ কাজ সম্পুর্ণ কোরো ". ওঁর শান্ত, সমাহিত মুখশ্রীর সামনে দাঁড়িয়ে মনে মনে এই কথাগুলো -ই বলেছিলাম কাল। আর কি-ই বা বলতে পারতাম ? আর কি-ই বা বলার ছিল ? একি  অসম্পূর্ণতা ! একি অসময় ?

ওঁর মুখের ওই না-মেলানো হাসিটুকু কি বলতে চাইছিল ? বলতে চাইছিল কি - " আজ কেন ? " দীর্ঘ বছর ধরে তাঁর উপর ছুঁড়ে মারা প্রতিটি ব্যঙ্গের প্রত্যুত্তর কি ওই হাসি ? আজ অবশেষে তাঁর দর্শকেরা শুধুমাত্র  'পরিচালক ঋতুপর্ণ '-কে দেখতে এলো। দর্শকের দীর্ঘ  লাইনে দাঁড়িয়ে একবারও 'ব্যাক্তি ঋতুপর্ণ '-কে নিয়ে কোনো কৌতূহল প্রকাশিত হলো না ; কি উঠতি , কি প্রৌঢ় - কারোর মুখেই শুনলাম না কোনো ঠোঁট ব্যাকানো বক্রোক্তি। সবার মুখে শুধুই  তাঁর কাজের কথা। অবশেষে ঋতুপর্ণ  ঘোষ জনগণের কাছে শুধুমাত্র এক অনন্য পরিচালক , এক অতুলনীয় শিল্পী  হিসেবে গৃহীত হলেন।আফশোস , আমাদের এই রুচিবোধ টুকু তাঁর জীবদ্দশায় আমরা দেখাতে পারলাম না। এই গ্রহণ যোগ্যতাটুকু একদিন আগেও অর্জন করতে পারি নি আমরা।

আমি নিজে কোনো গুণী শিল্পী নই। তাই তাঁর সান্নিধ্যে আসা প্রখ্যাত ব্যাক্তিদের মত তাঁকে বিচার করার , বিশ্লেষণ করার কোনো যোগ্যতাই আমার নেই। আমি অগণিত দর্শক মাঝে কেবল এক দর্শক মাত্র , যাকে গভীরতা স্পর্শ করে। সেই গভীরেই ঋতুপর্ণ  ঘোষ স্পর্শ করেছিল আমাকে। তাই তাঁকে নিয়ে সমালোচনা ; না সমালোচনা বলব না , সমালোচনার মধ্যে একটা সুস্থতা থাকে ; বরং বলি , তাঁকে নিয়ে আমাদের তথাকথিত সমাজে অসুস্থ আলোচনা যখন তুঙ্গে , তখনও  আমি তাঁর সোচ্চার ভক্ত ছিলাম।

বড় লাগলো বুকে। বড় বেশি পাওয়ার আকাঙ্ক্ষা ছিল তাঁর কাছে। বাংলা সিনেমাকে ধ্বংসস্তুপ থেকে টেনে তুলেছিলেন তিনি। এমন সময় ' উনিশে এপ্রিল ' নিয়ে এলেন তিনি, যে সময় কেউ  বাংলা সিনেমা দেখে , এ কথা জানা গেলে কলেজের , ছেলেমেয়েরা তাকে রীতিমত humiliate  করত। তখন হিন্দী সিনেমার রমরমা বাজার। কলেজ কান্টিনের গানে একটাও বাংলা গান উঠে আসত না তখনকার উঠতি ছেলেমেয়েদের মুখে। আজ কিন্তু চিত্রটা একেবারে বদলে গেছে। আজ স্কুল কলেজের গন্ডি পেরিয়ে আমি একজন প্রতিষ্ঠিত শিক্ষিকা। আজ যখন মেয়েদের নিয়ে পিকনিকে যাই, তখন স্কুল বাসে উচ্ব্ল ছাত্রীদের মুখে ঘন্টার পর ঘন্টা শুধু বাংলা ছায়াছবির গান শুনি, আর শুনি রবীন্দ্রনাথ। সেই সব বাংলা ছবির গান নিয়েও বিশিষ্ট মহলে নানা তর্জমা শুনি। সবার মুখেই শুধু "গেল, গেল।" কেউ বোঝে না, " গেল " নয়, " এলো।" বাংলা আবার ফিরে এলো কিশোর -কিশোরী, তরুণ - তরুনীদের মধ্যে। আর এই ফিরে আসার দরজাটা খুলে দিয়েছিলেন ঋতুপর্ণ  ঘোষ। বাঙালি আবার মাথা তুলে বলতে পেরেছিল , " হাঁ। আমি বাংলা সিনেমা দেখি। "

অতি তরল আর অতি গম্ভীর -এই দুই এর মাঝে এক স্বাভাবিক অথচ অসাধারণ দৃষ্টিভঙ্গির ছবি আনলেন ঋতুপর্ণ। অতি চিন্তাশীল বিষয় নিয়ে কাজ করলেও , 'আঁতেল মার্কা ' , ' মাথার উপর দিয়ে যায় ' - এই ধরনের তকমা কিন্তু কেউ কখনো বসায় নি তাঁর ছবির আগে। তিনি একটা অন্য মাত্রার ছবি আনলেন। আমাদের মত দর্শকরা খানিকটা চোখের - মনের আরাম পেল। অন্যভাবে ভাবতে শেখালেন তিনি। দেখালেন, শুধু মাত্র প্রেমিক-প্রেমিকা , স্বামী-স্ত্রীর chemistry  ছাড়াও আরো কত ধরনের chemistry  আছে আমাদের দৈনন্দিন জীবনে , যার কোনোটাকেই নিজের কাছে নিজে অস্বীকার করতে পারি না আমরা। কিন্তু স্বীকার করার সাহস  দেখিয়েছিলেন ওই একটি ব্যাক্তি-ই। তারপর তো শুধুই অনুসরণ। পরেও যা হবে তাও অনুসরণ, অনুকরণ নয়। এককের অনুকরন হয় না। অনুকরন করে কেউ ঋত্তিক ঘটক হন নি , ঋতুপর্ণ  ঘোষ ও হবেন না। "এবং ঋতুপর্ণ " হতে পারে , " ঋতুপর্ণ এবং" হবে না।

আগামী দিনের পরিচালকরাও সারা জীবন ঋণী  থাকবেন তাঁর কাছে। কারণ, নায়ক-নায়িকার glamour  কে ছাপিয়ে সিনেমায় পরিচালকের মর্যাদা প্রতিষ্ঠা করে গেছেন তিনি। আমি বরাবর প্রসেনজিত এর fan ছিলাম। কিন্তু উনিশে এপ্রিল ,উৎসব নিয়ে যখন -ই আলোচনা করেছি, কখনো বলি নি " প্রসেনজিত এর উৎসব ", বলেছি " ঋতুপর্ণ ঘোষের উৎসব, ঋতুপর্ণ ঘোষের সব চরিত্র কাল্পনিক।"এখানেই তাঁর সার্থকতা , এখানেই তাঁর সম্পূর্ণতা। আর এখানেই ছবির প্রতি তাঁর আন্তরিকতা।

বড় দুঃখ  পেলাম। ভালো সিনামা দেখার অপেক্ষাটা  শেষ করে দিয়ে গেলেন তিনি। আবার কেউ কখনো এভাবে ছুঁতে পারবে কি মনকে ? জানি না। এখুনি আবার নতুন কোনো মুখের অপেক্ষা করতে মন প্রস্তুত নয়। পুরনো মুখটাই আবার জীবিত দেখতে চাই আমরা। ওই ভঙ্গিমা , ওই চাহনি- যা শুধুই বিতর্কের , শুধুই বিদ্রুপের ছিল এতদিন, সেই সব টুকু নিয়ে আবার তিনি ফিরে আসুন আমাদের মধ্যে। কারণ সেটাই তো তিনি , সবটাই তো তিনি। আজ সমাজ অবশেষে তাঁকে সামগ্রিকভাবে গ্রহণ করেছে। তাঁর অঙ্গভঙ্গিমা নিয়ে , তাঁর হস্ত- সঞ্চালন নিয়ে যে ব্যাক্তি ঘৃনা করে এসেছে এতদিন , ঋতুপর্ণ -র শায়িত দেহের সামনে দাড়িয়ে সেই অতি নিন্দুক ও মনে মনে চেয়েছেন, আর একবার নড়ে উঠুক ওই হাতটা।

নিরুপমাকে " মরিয়া " প্রমাণ  করতে হয়েছিল সে মরে নাই , আর ঋতুপর্ণকে " মরিয়া" প্রমাণ  করতে হলো তিনি সমগ্রের, তিনি সামগ্রিক।

Tuesday, February 5, 2013

Trip to Patna, Rajgir & Bodhgaya (contd..)

Day-2 (30-Dec)..contd
Rajgir is about 95 kms away from Patna. However we decided to cover Nalanda en route. The distance was approx 88 kms, which was supposed to be traversed in 1.5 hours. But due to congested traffic, we were able to reach Nalanda at 3.45 PM. The Nalanda ruins are now part of a World Heritage site and maintained by Bihar tourism. Apart from the Nalanda ruins, there is also a museum that contains a number of manuscripts & shows many examples of the items that have been excavated. The museum is open between 10AM - 5PM. Due to the time constraints, we're unable to visit the museum. However, we're astonished by the vastness of the ruins & remains of Nalanda University. This was one of the world's first residential universities, and it was amazing to comprehend how the concepts of an ideal student-teacher ratio of 5:1 was conceived at such an early era of 500-600 AD. The university had been destroyed to smithereens by Muslim invasion long back, and the telltale signs of that barbaric demolition was visible everywhere. The park was open till 5.30PM. As we strode back towards the exit gate, our minds were not fully content and I vowed to come back again to this historic site of learning and spend the entire day here.
From Nalanda, our driver urged us to visit Kundalpur which was the birthplace of Jain saint Mahavira, and located 2 kms away from the Nalanda site. The temple complex is huge & magnificent with beautiful spires. From Kundalpur, we finally set off for Rajgir and reached our hotel by 7.30PM. This hotel had no fooding facilities, so we freshened up a bit and then went out for dinner at 8.30PM. We found a small hotel which was owned by the same proprietor as ours. The dinner was typical Bengali cuisine (hot rice, dal & omlette) and it was a perfect match to the cold weather outside! This was the end of Day-2.

Below images have all been taken at Nalanda.










Day-3 (31-Dec)
After a heavy breakfast of aloo parathas with curd & pickle, We set off for exploring Rajgir. There're a plethora of temples in Rajgir. We found several tourists hiring the tangas. Though it had a local flavor, but we didn't get a opportunity as we'd hired a car. We started with the Makhdum Kund and went on to see Japanese stupa, Venuvana, Bimbisar's jail, Sonabhandar, Veerayatan and the Buddha Shanti Stupa. At the Shanti Stupa complex, we did some shopping as well.
Attached some snaps.
1-2. Veerayatan temple
3. Toy models in Veerayatan temple depicting the kingdom during time of Lord Mahavira.

Day-4 (1-Jan)
On Day-4 morning, we completed the checkout formalities from Rajgir hotel and set out for Pawapuri Jal Mandir, about 30 kms from Rajgir. Pawapuri is a holy site for the Jains. Around 500 BC, Lord Mahavira, the last of the 24 Tirthankaras achieved Moksha or Nirvana and was cremated at Pawapuri. According to popular folklore, there was a great rush to collect his ashes and as a result, so much soil was removed from the place of his cremation that a pond was created therein. Now, an exquisite marble temple in the middle of a lotus pond, the Jalmandir, stands magnificently on a rectangular island. Another Jain temple, called Samosharan is located here, where the Lord Mahavira delivered his last teaching. We offered our prayers at the Jal Mandir temple, and then finally set off for Bodhgaya. Bodhgaya is located about 95 kms from there. We'd to travel via Gaya, so we decided to visit the famous Vishnupad temple at Gaya first. Gaya is one of the pious places for the Hindus where people perform the last rites of their friends, relatives & other near-dear ones. On a different note, it is also one of the most crowded towns in India. Our driver Maheshji did a lot of maneuvering in the narrow, crowded streets of Gaya and finally reached the Vishnupad temple. I'd visited this place a decade back and remembered very little of it, so it was a new experience for me. Gaya is traditionally a Hindu pilgrimage, but the place looked like an eternal meeting place of all. We found hugely crowded tourist buses in the narrow lanes of Gaya, as people from all walks of life (and religions) came. Most of them came for religious activities, but there're several like us who were plain tourists who'd come to get a feel of the place..of the crowd. The other group of peopel were the hawkers who had lined across the streets..selling their wares. Notwithstanding the crowd, it was a place one needs to surely visit if he/she wants to feel the pulse of the crowd. We stood at the serpentine queue which moved in to visit the Vishnupad temple. There was another Shiva temple which my mother-in-law desired to visit. Thereafter we started off again..this time Bodhgaya, for sure!

We reached Bodhgaya around 11.30 AM, but had some difficulty in entering the town as the whole traffic was being controlled by police. There was huge tourist inflow in Bodhgaya due to the imminent Kalachakra festival which sees a huge congregation of Buddhist followers from all parts of the world. Every alternate year, the Dalai Lama visits this place to deliver his discourses on Buddhism. This year, it was his disciples (the Karmapas) who'd come over to Bodhgaya. We'd booked our stay in Kundan Bazar guest house from Kolkata itself. Due to the traffic condition, we'd to enter the town through an alternate route and faced some difficulty in locating the hotel. I called up Mr. Kundan and he guided us to his place. Kundan Bazar guest house is located in old Bhagalpur town (not to be confused with Bhagalpur which is a separate town in Bihar), near the old Vietnam temple. It is basically the outskirts of the town, but the building is a nice one. I'd read some good reviews of the place in tripadvisor and other reliable sites and found them to be true. The place is more of a backpackers' place..but the rooms are clean. I noticed an unnatural flow of foreign tourists in this hotel. This has actually helped all travelers as the basic amenities (water, electricity, free wi-fi) are present. The owner Mr Kundan is also a very amicable and helpful person. The room was soon readied and we took a short rest by taking a bath and relaxing ourselves. By 2.30 PM, we've had a lunch and set out for visiting the Bodhgaya temple. Today we'd to relieve the car as well, so our driver dropped us to the Mohabodhi temple complex. I cleared the remaining dues, as he provided the final receipt. We bade farewell to Mahesh-ji. He'd been largely cooperative and helpful all along the way. I'd surely recommend him for any traveler along this route.

As we walked towards the Mahabodhi temple complex, we could feel the crowd pressure. The road was literally jammed with tourists & pilgrims from all parts of the world. It didn't feel that we're in a small town in India..the entire place had such a cosmopolitan flavor soaked within. Hundreds of monks had gathered inside the temple complex. Some were listening to the discourses offered by the Karmapas, while we found some praying silently..oblivious to the hullabaloo of the surroundings. I was mesmerized by their discipline and devotion. To me, it is definitely worth visiting this place..just to see this dedication & discipline to one's work.

After Mahabodhi temple, we visited the other temples & monasteries as well. There were a string of Buddhist monasteries from Nepal, Bhutan, Bangladesh, Thailand, China, Korea, Japan & Tibet lined up side-by-side across the main street. For a moment, I stopped & wondered about the world of differences (socio-economic & political) between these countries..yet how could one single man bring all these diverse people under one roof!! You cannot but appreciate the relevance of Buddha in today's warring world..

Some 3-4 hours had already passed by, and it was getting dark as well as cold outside. We completed the last tourist spots with alacrity, before heading to Taj Darbar restaurant for that night's dinner. The service was a bit slow, but food was great. We headed out for our hotel and reached there by 10.30 PM. It was a tiring day, so we set off to sleep almost immediately. We're nearing the end of the trip.

Some pics taken during this period.
1-3: Pawapuri Jal Mandir
4: Lalji Mandir (Rajgir)
5-10: Mahabodhi Temple & adjoining views








Day-5 (2-Jan)

We got off early as our train's scheduled arrival was at 9.20 AM in Gaya station. We requested Mr Kundan and he arranged an auto for us to drop at Gaya station. We bade farewell to him and reached Gaya in time. But there, we learnt that Poorva Exp was running late by 3 hrs, so there was nothing to do except wait for the train. The train finally arrived around 11.40 AM, and we set off for home. As we moved forward to the way back home, my mind seemed to wander backward in flash-back mode and reminisce about the entire trip. In 3 days, we'd visited 3 towns and some 40-odd temples, mosques, gurudwaras and monasteries..from 4 different religions. So, was there anything common in these places? Definitely yes..everywhere, we'd met people..as varied as oil & water, but still coexisting peacefully. For those familiar with the Bengali writer Kalkut, I'd started reading Kalkut's "AmritaKumbher Sandhane"..and I was completing this trip, Kalkut became dearer to my heart.

We reached Howrah by 7 PM and reached home thereafter. It was the end of the trip..

Attached is the pic that I liked most....people!!

Trip to Patna, Rajgir & Bodhgaya

Day-0 (28-Dec)
Our train was 12351 Danapur Express which was scheduled to leave Howrah at 8.35 pm. 28th being a working day, I winded up my work earlier at office (in fact, that was the final day of my project and I had been assigned to work on a new one from Jan; so the work was wound up earlier than usual..but that's a different story. ) anyway, the packing was already done the previous night. We reached Howrah station without much difficulty, before time. The train was on time, and before long, most of the passengers had completed their dinner and started to make up their beds (thanks to the bite of bitter cold weather, which Kolkata had begun to experience by late Dec). Partly because of our unending love for long train-rides and also due to the fact that this trip was a long-awaited one, both myself and my wife were a bit reluctant to follow the other passengers. We switched off the main lights in the compartment, we gazed at the deep darkness outside (we're lucky to get a side-lower berth). The entire compartment being dark, a different world seemed to exist on the other side of the closed windows. And as the train sped through, cutting the envelope of darkness, we could see new villages emerging as the old ones disappeared. Sometimes, a flicker of lights could be seen in the distance..signalling the existence of human settlement. All in all, it was quite mesmerizing for us. Finally, at around 11.30 pm, as tiredness seemed to overpower us..we trudged back to our respective berths and soon fell asleep.


Day-1 (29-Dec) I woke up early around 5.30 am with the sounds of hawkers and other passengers. Found that we'd reached Patna Sahib station, which means Patna Jn is around half a hour away. There was some additional delay, and we reached Patna Jn at 6.20 am. We found hordes of taxis, auto-rickshaws and cycle-rickshaws lined up outside the station, and were soon swarmed up by them. With much difficulty, we extricated ourselves from that crowd and hired an auto to go to hotel Sivakrishna, our abode of stay for that day. Regarding the hotel accommodation in Patna, we'd done some web-searching but was unable to find a decent accommodation within our budget range. We'd closed in on Marwari Awas lodge, but found that to be booked when contacted. Finally, we finalized on hotel Sivakrishna on 28-Dec itself. Anyway, the hotel was on Frazer road and half a km away from railway station; the auto charged us 30/- for the ride. There was a slight disappointment on reaching the hotel as we found that the hotel building is actually a rented one. There are a couple of banks & other offices in the 1st 3 floors whereas the hotel premises is on 4th-6th floors. There had been some renovation work going on lately, due to which 5th & 6th floors were quite messy. The initial disappointment however changed to utter surprise & dismay when we're told by the receptionist that the room which was confirmed to us last night, had actually been occupied by someone else. It seemed that the person we spoke to the other night, hadn't really confirmed our room when we actually said so to us. After much hue & cry, they finally relented and agreed to rent a different room on a higher tariff...albeit with a discount!
The room (#47) was a decent one..add-on was a room heater which later turned out to be saviour for us. I quickly freshened up, ordered hot water which was promptly delivered in buckets and took a refreshing bath. We'd planned to cover the tourist places in Patna that day..so we needed to find the possible transport means to do that. We'd already noted the nos of Bihar Tourist Information Centre at Patna..I called up at that no and they referred me to the office of Indian Tourist Bureau at S.P.Verma Road..by 9.30 am we're ready for venturing out..we had a sumptuous breakfast at the Gandhi restaurant and went to the ITB office. We met Rajesh Kumar, a highly amicable & helpful person who listened to our detailed itinerary (about Patna and the rest of the trip) and then suggested us to rent a car for that day & the subsequent 3 days to cover all these places. He is a quite knowledgeable person and after listening to our plan, even suggested a couple of other places which we hadn't included. Both those places later turned out to be pleasant surprises! We opted for a small car (Indica) and I found the rates to be quite standard..the full-day Patna sightseeing cost 900/- plus taxes (for 8 hour), while the remaining 3 days were calculated as 200kms per day (which is the norm), irrespective of whether the vehicle runs more or less than 200 kms on that day. The rate was 7.5/- per kms...so for 3 days, the total fare was 4500/- plus taxes plus 200/- for 2 nights driver stay. He actually suggested some hotels in Rajgir and Bodhgaya..but since our hotels were already pre-booked at those places..we couldn't try on his recommendations. Nevertheless, I'd recommend Rajesh Kumar for any information related to hotel/car in Patna, Rajgir & Bodhgaya.

Details:
Indian Tourist Bureau
16 Ground Floor, Sukriti Complex, S.P. Verma Road Patna-800001
www.indiantouristbureau.org; email: indiantouristbureau@rediffmail .com
ph: 0612-2235175, 3256596, 9835011132
person: Mr Rajesh Kumar


Added a few snaps to start with...the quality might be awful, these actually were taken on my mobile camera. Later pictures taken on the digicam will hopefully be a lot better..


My wife and mother-in-law at Howrah station
Us...

In front of the taxi stand at Patna railway station
 After finalizing the total rent and trip route etc, Mr Rajesh introduced us to the driver of the vehicle..Mr Mahesh. He was an elderly person, very amicable..and also quite knowledgeable of the tourist spots in/around Patna (as it later turned out to be). Since we already had a heavy breakfast, we started off for the Patna tour immediately (~ 11.30 AM). We started off with the important Govt areas (the CM's residence, office, etc) and proceeded to the Patna zoo. Entry fee was 15/- per head. There wasn't much noteworthy in the zoo to speak about. Second spot was the Patna museum. Entry ticket was again 15/- per head with additional camera charges of 100/-. Our driver Maheshji insisted to take the camera inside, but we decided against it as we're not paying the requisite fees. Anyway, we visited the museum, which housed (among other things) an impressive array of stone architecture & statues of Buddha from a very ancient period (as early as 100 AD). Some of these full-size statues clearly bore the brunt of time...but sufficient measures have been taken to preserve them..which was surely encouraging & pleasant to note. The most prized possession of this museum was however the ancient tree trunk...which is a staggering 70 million years old!!! we couldn't believe our eyes as we saw the 70 ft long trunk neatly preserved along a length of the museum. This was surely the USP of this museum.

From the museum, we proceeded to Golghar, an imposing round structure which was supposedly used as a granary during the British era. It has since relegated to an important tourist spot..One can alight the flight of 140-odd stairs to get a panoramic view of Patna city (with the Ganges flowing by) from the top. The weather being pleasant, it wasn't as difficult as originally seemed to be. We stayed at the top for a while and then descended. It was already 2.30 PM and we'd still a few important places to cover before dark.

Therefore we proceeded to Kumrahar where the ruins of erstwhile Pataliputra town has been somewhat preserved. The govt has done a commendable job in building a museum-cum-park in this area where the ruins of Pataliputra could be seen. With a nominal entry fee of 5/- per head, we walked inside the park. It was quite well-maintained. We saw the Mauryan Hall pillar and the archaeological museum..the excavations at Arogya Vihar seemed to produce telltale signs of the immense medical progress which had happened during the early 4-5th century AD of Gupta period.

The final place to visit was the Patna Sahib which was located in the old town. Before coming to this place, I didn't know much about this place other than the fact that it is a notable gurudwara. But our driver Maheshji told that it is the birthplace of Guru Gobind Singh ji, and hence one of the most revered places of the Sikhs. After having a bumpy drive through the small alleys & bylanes of old town, intensely polluted with the smokes of auto-rickshaws run illegally on 'katatel', we arrived at the entrance of the grand Takht Sri Harimandir ji. And for a moment, we felt that we're in Punjab..not Bihar!:-) we stayed there for sometime, offered our prayers and also had the halwai..it was deliciously sweet!

By that time, it was 6.30 PM and already dark. We made our way back to the hotel before stopping for a light snacks and ordered a quick dinner. We're too tired then...:-)

Arogya Vihar at Kumrahar
Another view of the Arogya Vihar at Kumrahar

Patna zoo

The Golghar

Found a dark alley at the Patna Sahib, where I tried this arbitrary b/w shot


Outside the Patna Sahib gurudwara

Day-2 (30-Dec)
We got up early and got ready for the second phase of our trip. Our driver Mahesh-ji had advised us the previous day that it'd be better to leave by 9 AM. We'd our breakfast and I completed the checkout formalities at the hotel. We found Mahesh-ji waiting patiently with his Indica, and set off. Our first stop was Maner Sharif. We'd noticed this place during our internet-searches prior to the trip, but as it wasn't located on the Patna-Rajgir route, we kept it out. But later on Mr Rajesh Kumar's insistence, we included that in our trip. This proved to be a blessing later.

Maner Sharif is located about 20 kms west of Patna on NH-30. It is the place where the revered sufi saint Makhdum Daulat spent his last days. Later, Ibrahim Khan the then governor of Bihar, erected the mausoleum in honor of Makhdum Daulat (who was his guru). The building, though quite dilapidated, is surely a marvelous one. The walls of the building are adorned with intricate designs. There is a big dome on the top and the ceiling is full of inscriptions. As we learnt, every little detail of the Dargah is characteristic of the architecture of Emperor Jahangir's region, and it is by far the finest monument of the Mughals in Eastern India. Inside the compound there is also a mosque also built by Ibrahim Khan in 1619. This place is a perfect respite from the hustle-bustle of today's modern life, and seemed to echo the peacefulness of a bygone era. I liked the place a lot and would recommend this place to everyone visiting Patna.

Around 11.30 AM, we left Maner and drove towards Rajgir. We'd have to go through the same way as we came (i.e. via Patna), so we decided to have our lunch at Patna. In between, we stopped for a tea-break and bought the famous Maner laddoo. These are deliciously sweet and is recommended for people having a sweet tooth! We reached Patna in about an hour and decided to have lunch at the Marwari Awas. We'd learnt earlier that it serves decent vegetarian meals. The food was an assortment of rice, pulao & roti alongwith vegetables, curry, sweets & curd. The cost was 110/- per meal. Around 1.30 PM, we started off for Rajgir.

All these snaps have been taken at Maner Sharif.