Friday, August 29, 2014



ভেলা ভাসানো শাপলা ফুলের জলে
জল ছুঁই ছুঁই খেলায়
মাতত যখন ছলক ছলক
কুমারী এক মেয়ে
তোমায় পেত মনে
বেগনে পাতায় হলুদ ফোঁটায় 
কচুরিপানার ফুলে। 


এক ছুটটে মাঠ পেরোনো
আল ডেঙানো ক্ষেত
খালের পারে জমতে থাকা
লালচে আভার মেঘ.
দুচোখ ভরে দেখত তখন
সেই ছোট্ট মেয়ে
আলতো ছোঁয়ায় ছুঁয়েছিলে
ভোরের উষা হয়ে।


গনগনে তাপ যখন এলো
ভরা দুপুরে
পুড়িয়ে দিল , জ্বলিয়ে দিল
শূন্যতাতে ভরিয়ে দিল
ক্লান্ত হয়ে ভাবলো সে মন
কোথাও তুমি নেই।
নিস্তব্ধ কাঁঠালতলায়
একলা সে যে খুঁজলো তোমায়
শুনশান  সে সো সো হাওয়া
বলল তুমি নেই।



গা পোড়ানো রোদ
আর
ঝলসানো সব চোট
ভীত চোখে খুঁজলো মেয়ে
সহায় দেবার লোক।
শুকনো গলায় চাইল মেয়ে
কয়েক ফোঁটা  জল
ঝটকা হাওয়া হাসলো হাসি
"কোথায় পাবি বল " ?



অভিমানে ফুলল ঠোঁট
তোমার থেকে মুখ ফেরালো
ভালবাসার মন।
বলল, "তোমায় দিলাম আড়ি
আসব না কক্ষন "।



হতাৎ করে ভিজলো ঠোঁট।



ভেজা চোখে দেখল মেয়ে
কোত্থেকে এক জলের ফোঁটা 
ঠোঁটের দ্বারে রাখা
বুক ভেজানোর তরে
যেন যত্ন করে আঁকা।


বুঝলো তখন অবুঝ মন
এসছ  তুমি রুপময়
চোখের ধারা হয়ে
থমকে থাকা অশ্রুভার
বইলো  রয়ে রয়ে।
ঠান্ডা নরম হাওয়া ছুঁলো
ভেজা গালের টোল
হাস্নুহানার গন্ধ এলো -
দুর্ পারেতে উঠলো বেজে
সাঁঝের মেঠো বোল।


এলে তুমি নতুন রূপে
পুরনো সেই দ্বারে -
ঠোঁটের কোণে চিলতে হাসি
চিনলো আবার যারে। 
 

Thursday, August 21, 2014


মন ভোলাবার উপায় ভাবতে ভাবতে
মনটাই গেল হারিয়ে একদিন
বহুজনের মেলার থেকে দূরে
একলা বসে চুপ করানো সুরে
ভাসল ডুবলো ডুবল ভাসলো
কান্না ভুলে শুধুই হাসলো
মন বলল
চল ,
                                         একাই হই রঙ্গিন।



 চলতে চলতে ভাবলো পথে 
 একলা চল একার সাথে 
এই তো আছি দিব্বি বেশ
মিলিয়ে গেল সুরের রেশ
আহা আহা বলতে বলতে
মন চলল টলতে টলতে
রইলো শুধু সময় হাতে
মন চলল তারই সাথে।

সময় বলল,
 আমিও আছি
একলা হয়ে তোমার পাশে
কিন্তু এই একলা আমি
সবার সাথেই জড়িয়ে আছি
সবার সাথে একলা হয়ে
দিব্বি সুখে বেঁচে আছি।

 
 
 মন ভাবল
সবার সাথে একলা হওয়া!
সোজা  কথা!
সত্যি কি সে হয় গো  পাওয়া?
মনকে  ফেলে মনকে চুরি!
একলা হতে একলা হওয়া
সত্যি  কি সে নয় জরুরি?

 
হঠাৎ   যেন পড়ল  বাজ
চারিদিকেতে  এ কী  আওয়াজ?
মন দেখল পিছন ফিরে
জীবন যেথা ঠায় দাঁড়িয়ে
যখন ছিল সবার মাঝে
একলা ছিল একলা আছে
তবে কি লাভ হারিয়ে গিয়ে
জীবনটাকে ফিরিয়ে দিয়ে?


Friday, August 15, 2014


Just living is not enough,
said the butterfly.

One must have
sunshine, freedom
and a little flower...