Thursday, August 21, 2014


মন ভোলাবার উপায় ভাবতে ভাবতে
মনটাই গেল হারিয়ে একদিন
বহুজনের মেলার থেকে দূরে
একলা বসে চুপ করানো সুরে
ভাসল ডুবলো ডুবল ভাসলো
কান্না ভুলে শুধুই হাসলো
মন বলল
চল ,
                                         একাই হই রঙ্গিন।



 চলতে চলতে ভাবলো পথে 
 একলা চল একার সাথে 
এই তো আছি দিব্বি বেশ
মিলিয়ে গেল সুরের রেশ
আহা আহা বলতে বলতে
মন চলল টলতে টলতে
রইলো শুধু সময় হাতে
মন চলল তারই সাথে।

সময় বলল,
 আমিও আছি
একলা হয়ে তোমার পাশে
কিন্তু এই একলা আমি
সবার সাথেই জড়িয়ে আছি
সবার সাথে একলা হয়ে
দিব্বি সুখে বেঁচে আছি।

 
 
 মন ভাবল
সবার সাথে একলা হওয়া!
সোজা  কথা!
সত্যি কি সে হয় গো  পাওয়া?
মনকে  ফেলে মনকে চুরি!
একলা হতে একলা হওয়া
সত্যি  কি সে নয় জরুরি?

 
হঠাৎ   যেন পড়ল  বাজ
চারিদিকেতে  এ কী  আওয়াজ?
মন দেখল পিছন ফিরে
জীবন যেথা ঠায় দাঁড়িয়ে
যখন ছিল সবার মাঝে
একলা ছিল একলা আছে
তবে কি লাভ হারিয়ে গিয়ে
জীবনটাকে ফিরিয়ে দিয়ে?


1 comment:

  1. ekla jar mon
    sei kebal dekhte pay
    pradip ek jwale anukhon
    ekla je meye
    sei pradip bohon kore
    aloy thake hriday pur cheye....

    ReplyDelete