Wednesday, September 24, 2014




ইস
তোরে আর ডাকব না 
ভাবলি কি তুই ?
আপন মনে থাকব শুধু ?
যখন তখন ভাবব না ?
 যা
তোরে আর  ডাকব  না।


 
ইস 
তোরে আর ভাবব না 
ব্যস্ত রবি ?
খেয়াল খুশি থাকবি যখন 
মুখের পানে দেখবি না -
থাক
তোরে আর দেখব না।


 
ইস 
তোরে আর দেখব না 
ভাবিস কি তুই ?
দেখার আমার লোকের অভাব ?
মন দিলে মন মিলবে না ?
যা
 কথা আর  কইব না ।


 


আমার আছে 
জগত ভরা বিশ্ব জোড়া ডাক 
আকাশ পানে জলের টানে 
চিত্ত ভরা থাক। 
ছন্দে যখন পড়বে দাঁড়ি 
আবার নতুন ছন্দ পাব 
আবার করে নতুন করে 
ছন্দে গন্ধে সুর মেলাবো। 
পরান পাখি মেলবে আঁখি 
নতুন করে পুরনো মনে -
আমিই না হয় রইনু পরে
তোর্ 
ভালবাসার একটি কোণে  !


 
ইস 
বড্ড বেশি গোমর হলো ?
ভাবলি
তোকে ছাড়ব না ?
ঠিক ভেবেছিস, যা ভেবেছিস 
 ও লো 
তোর্  তরে মান করব না রে
 তোর্  তরে মান করব না। 

Friday, September 19, 2014

মুহূর্তযাপন 




প্রতিদিন আসে মুহূর্তরা, প্রতিদিন ফিরে যায়।  অসংখ্য মুহূর্ত দিয়ে গাঁথা মালারা মূর্ত হয়ে ওঠে ঘটমান বর্তমানে। সেই ঘটনাগুলোকেই আমরা চিরস্থায়ি  ভাবি ; ভাবি এরাই বোধ হয় মনকে জয়  নিল।  চিরদিনের মত জায়গা করে নিল মনের দরজায়।  কিন্তু একদিন যাকে চিরস্মরণীয় মনে হয়, জীবনের দোলাচলে পরের দিনই হয়তো দেখা যায় , বিস্মৃতির অতলে তলাতে তলাতে তারা একেবারেই হারিয়ে গেছে জীবন পথের বাঁকে। 


আবার অন্য কোনো মুহূর্তরা - যারা হয়ত নামহীন , যারা হয়ত শুধুই হঠাৎ কিছু পাওয়া , তারা বার বার ভেসে ওঠে মনের জলছবিতে , অকারণে , বিনা আহ্বানে। একদিন  তারাও অতীত হয়ে যায়। আর অতীত বলে তাদের ছাপও কিন্তু হালকা হয় খানিক।  কিন্তু তাতেই যেন আরও মোলায়েম হয়ে ওঠে তারা। আরও বেশি মাধুর্য্যমন্ডিত হয়ে তারা উঁকি দিতে থাকে মনের খোলা জানলায়।  সে জানলা চাইলেই বন্ধ করা যায় না , আপনা হতেই তার কপাটগুলো খোলা বন্ধ হতে থাকে আনমনা মুহুর্তে , আরও আনমনা হয়ে পড়ে মন। 

এত ভুমিকা শুধু সেই মুহূর্তগুলোকে স্বীকৃতি দেওয়ার জন্য যারা আমার জীবনকে পাওয়ায় পাওয়ায় ভরিয়ে দিয়েছে। হঠাৎ এসেছে না বলে।  কিন্ত না বলে যেতে দিই নি আমি তাদের।  দুচোখ ভরে দেখেছি আমি তাদের , মন ভরে শুনেছি তাদের কথা।  আমার প্রতিটা ইন্দ্রিযকনা শুষে নিয়েছে তাদের ; আপন করে নিয়েছে।  তারা হয়ে গেছে আমার , একান্ত আমার মুহূর্ত।  আমার বেঁচে থাকার গান। 


সেদিনের ভোরও তেমনি এক ভোর , যা বহুদিন পর আবার চোখে ছড়ালো মুগ্ধতার আবেশ।  সেদিনই প্রথম বুঝলাম , প্রতিদিনই ভোরেরা আসে , প্রতিদিন তারা ফিরে যায় আমায় ডেকে ডেকে।  আমার কানে সে ডাক পৌঁছয় না।  আমার সময় হেলায়  বয়ে যায় অচেতনে। আমি ঘুমিয়ে থাকি বা জেগে থাকি , আমার মন থাকে সুপ্ত।  সে জাগতে চায় না , যেতে চায় না উত্তরণের পথে। 



কিন্তু সেদিন যেন বাঁধ ভাঙ্গার দিন ছিল।  জেগেই ছিলাম আরও অনেক দিনের মত ।  জানলার পর্দা সরানো ছিল রোজদিনের মত।  হঠাৎ যেন কেউ টেনে নিল আমায়।  টেনে নিল একরাশ উপছে পড়া জোছনা। আমার সুপ্ত মন যেন বিস্ময়ে জেগে উঠলো। চোখের উপর সমস্ত পর্দার পরত সরিয়ে সামনে তখন হলদেটে সাদা রঙের মস্ত এক গোল  চাঁদ।  বলে দিতে হলো না , আজ পূর্নিমা।  ভোর জানি রাতের বিদায় নেওয়ার সময়।  রাত আর ভোরের এই মিলনক্ষণে চাঁদ প্রকৃতিকে তুলে দেয় সূর্যের হাতে।  এ তো তার বিদায়ক্ষণ।  তাই ভাবতাম যাওয়ার কালে বোধ হয় বিষন্ন হয় সে।  তার আভায় ঝরে পড়ে বিদায়ের বিষন্ন সুর।  কিন্তু কোথায় কি ! আমার অজ্ঞতায় যেন রানীর মত হাসছে চাঁদ। বলছে , আমি রুপমতী  , আমি স্নিগ্ধতা , আমি মন ভোলানো মুগ্ধতা। সত্যই তাই।  তাই সে সতত ভাস্বর স্বমহিমায়। 


আমি প্রকৃতির রূপে মুগ্ধ , পাগলপারা এক শিশু , শুধু দেখতে লাগলাম দুচোখ ভরে।  আলোয় আলোয় ভেসে যাচ্ছে আকাশ।  বড় ,আলতো , বড় নরম সে আলো। আলতো আলোর আলতো ছোয়ায় ঘুমিয়ে আছে শহর।  গাছেরাও তখন ঘুমিয়ে।  সূর্য্য এসে ডাকে নি এখনো তাদের।  তাই তারা বুঝতে পারছে না কি অদ্ভুত , স্নিগ্ধ আলো  গায়ে মেখে ঘুমিয়ে আছে তারা , নিশ্চুপ।  যেন সামান্য নড়লেও ছন্দপতন হবে এই অলৌকিক ইন্দ্রজালের।  আমি চোখ বুজতে পারছি না।  আমি ভরে যাচ্ছি পূর্ণতায় - আহা , কি দেখলাম।  পাশে আমার ছোট্ট মেয়ে , গভীর ঘুমে শান্ত হয়ে শুয়ে আছে।  দেখলাম , এক ফালি জোত্স্না এসে পড়ে রয়েছে ওর ঘুমন্ত মুখের উপর।  চাঁদ ছুঁয়ে যাচ্ছে ওর ঠোঁট , নাক , ছোট্ট চিবুক। যেন প্রকৃতি স্বয়ং ওর কপাল চুমে পরিয়ে দিচ্ছে আশীর্বাদের টীকা।  চোখের পাতা ভরিয়ে দিচ্ছে জোত্স্না মাখা রূপকথায়।  পবিত্রতম মুখে পবিত্রতম আলো।  আমি শুধু দেখে চলেছি দু চোখ ভরে। মনে আছে , সেদিনই প্রথম আশির্বাদ করেছিলাম ওকে।  আগে সকলের জন্য শুধু প্রার্থনা করেছি , আশির্বাদ করি নি কাউকে।  সেদিন যেন আপনা হতে বেরিয়ে এলো , বললাম , " শুধু দেখতে শেখো  " ; মনে হয়েছিল , শুধু ছুঁয়ে যদি কাউকে কিছু বিলিয়ে দেওয়া যেত , তাহলে ওকে ছুঁয়ে আমার সমস্ত প্রকৃতিপ্রেম উজার করে দিতাম ওকে।  আমার সবটুকু দিয়ে দিতাম , শুধু দেখার এই চোখ দুটো দেওয়ার জন্য।  শুধু দেখতে জানলেও জীবন সার্থক হয়ে যায় , মনে হয় মাঝে মাঝে। 



পশ্চিমে পূর্নিমার এই হাসি মুখ দেখে মনে হযেছিল , রাত্রি বোধ হয় আজ বেশি সময় পেয়েছে।  তাই মাতিয়ে চলেছে শেষ রাতের আসর।  বারান্দায় গেলাম , বুঝলাম , প্রকৃতি তার নিয়ম ভোলে না।  পূব আকাশে যথা সময় এসে হাজির হয়েছে ঘুম ঘুম মাখা রবির কিরণ।  দূর পারটা  লালচে আভায় ভরিয়ে , কাছের আকাশটায়  যেন দিনের আলো  ছড়িয়ে দিয়েছে আগে ভাগেই।  ভাবলাম এ কি দিলেন ঈশ্বর আমায় আজ !আমার দুচোখ যে কম পড়ে যাচ্ছে এই বিশালত্বের কাছে।  আমি যেন অদ্ভুত পবিত্র এক সঙ্গমস্থলে দাঁড়িয়ে।  আজ সত্যিই প্রত্যক্ষ করলাম , রাত্রি এসে মিশল দিনের পারাবারে। রবীন্দ্রনাথ লিখেছিলেন , " তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে।" আজ সেই 'তোমা'কে পেলাম আমি নিজের মাঝে।  স্বর্গীয় কোনো লগ্নে ঈশ্বরবোধের আবির্ভাব , সৌন্দর্যবোধের উপলব্ধি - সেই কি 'তুমি' নও ? আমিত্ব মুছে যায় যখন বিশালত্বের সামনে , সেই কি তোমার দেখা দেওয়া নয় ?


ঘরে এলাম।  সেদিন বোধ হয় পূর্ণতায় কোনো ফাঁক রাখতে চাও নি তুমি, ঈশ্বর।  তাই দেখলাম আমার প্রাপ্তির ডালা সযত্নে কেউ সাজিয়ে রেখেছে ললিতে।  আমি শুনলাম , আমি দেখলাম।  আমি দেখলাম, আমি শুনলাম।  সুরের মারপ্যঁচ কিছু মাথায় এলো না , শুধু কানে এলো মূর্ছনা।  সঙ্গীতের আবহে প্রকৃতিকে দেখছি , নাকি সঙ্গীতের রূপ হয়ে ফুটে উঠছে প্রকৃতি - বুঝতে পারলাম না।  সব যেন মিলে মিশে একাকার। শুধু বুঝলাম দুজনেই বলছে , ভোর হয়েছে , এসেছে সেই শুভক্ষণ , যেখানে রাত মিলে যায় দিনের আভায় , সুর মিশে যায় মনের রঙে। রাগের রূপ তো বর্ণনা করতে পারি না , কিন্তু ভোরের ওই ফুটতে থাকা আলোই কি সেই রাগের প্রকৃত রূপ নয় ? এর থেকে রূপসী আর কি তাকে দেখেছে কেউ ? 


দিনের আলো ফুটে গেল।  শরীর , মন কেউ বলল না , " শুয়ে থাক।" রেওয়াজে বসলাম -" আদ ভৈরব রাগ রূপ ধরে।" সত্যিই ভৈরব তার আদি রূপটুকু দেখিয়ে গেল আজ আমায়। 

আজ জোত্স্নায় মাখামাখি ভোর 
দুচোখ ভরে ভরিয়ে রাখা স্বপ্ন মদিল ঘোর -
শান্ত নিঝুম সঙ্গীতে আজ তোমার অসীম বাণী 
প্রণমি তোমায় , হে দীননাথ ;
 আপনাকে আজ আপনা হতে বাহির করলে আনি। 

Tuesday, September 2, 2014


Stop Sympathy ; Save Children 


 
 
Vikshang Dehi " - the tune has been highly familiar since the era of Goutam Buddha. Its still in vogue. Almost all the cities of independent India still see bare children, aged people, diseased and disabled lying or sitting beside the road, under the footbridge, in front of the temple gate and every otherwhere they can find a handful of crowd. They are beggars, stamped as wretched, helpless creatures who must be taken pitied. People pass by them; sometimes looking at, sometimes just ignoring the existence of their everyday observers. Some of them never care to waste a penny over these dirty, unwanted creatures. And there are some who think it a compulsory duty to ponder a coin over whenever he or she sees a beggar. Its an enough proof to show how kind and sympathetic heart he has to his companions and even to himself. Others think its a direct way to please God and earn some blessings and store them for the next birth as some good job done.

I ask why ? Why should this effortless profession be glorified to such an extreme ? Why children, being the most effective means of earning sympathy be always encouraged to starve purposefully? Have we ever asked ourselves - why are the children beggars? Why? Do a two year old baby choose the profession itself to satisfy its hunger? No. It is the adults who use them so. And why do the adults feel it highly profitable to use them? It is because of us. Yes, it is we , who are responsible for this inhuman state of kids and children of India. Seeing a children in wretched condition, we just feel an " ahaa" and drop the minimum amount of coin from our purse on the plate before and just go by satisfied. We are never angry, we are never sad , we are never irritated. We are only sympathetic and sometimes even not that. Sometimes we just throw coin out of our habit. Why ? Why are we so very indifferent to such a grave problem ? Don't we understand that our meaningless sympathy is snatching thousand of other crimes? I say, stop showing sympathy and save the children. Our sympathy is actually encouraging child trafficking and child abuse. It is spreading malnutrition and diseases among children leading an uprise of child death.

People may ask , how giving a rupee is leading a child to malnutrition ? It is actually a means to provide them with food ! No. It had never been like that. Because if the child buys food with that money regularly, simply it will lead him to be healthy gradually and we will stop giving him money the next day. We never take sympathy on a healthy , flappy child. Thus, the purpose fails drawing the crude business a near fall. Hence, the leaders who run the business will never allow the child to buy food and they will keep on starving for ever.

We are quite accustomed with the scene of being captured and surrounded by children , dragging hands, snatching clothes, and asking for food and money. Have we ever noticed which gender they are of ? Are they boys or girls? If I saw 4-6 years old girls among the group, I had hardly seen a 10 - 12 year old girl there. Why? Where have the girls gone ? They simply vanish. And where ? Probably we all know that.

And then that 10 year old boy grows young and we never see him again. We don't see a young begger. And the reason is the same. We don't sympathize a young, able man. So he is no more a profitmaking begger. Can we not apply the same rule for the babies and children also and save them from being beggers ?

You may ask, then what will the children do ? How will they earn their bread ? If being asked this some years ago, I would have no reply . But now I do. We are running mid-day meal in schools now. True, the children now have no need of begging alms. Schools are awaiting them with at least a meal everyday. So why are we throwing coins over them ? Why are we not carrying them to school ? People may laugh at me as I , myself tried it twice and, as obvious, failed. I failed because I was the sole person. But the day will come when I will not be alone. As long as we will keep on showing sympathy, the business will never run in loss and never be closed.

So, I again appeal. Come , stop showing sympathy and save children. Save India.




Photo courtesy : Google Image