ইস
তোরে আর ডাকব না
ভাবলি কি তুই ?
আপন মনে থাকব শুধু ?
যখন তখন ভাবব না ?
যা
তোরে আর ডাকব না।
যা
তোরে আর ডাকব না।
ইস
তোরে আর ভাবব না
ব্যস্ত রবি ?
খেয়াল খুশি থাকবি যখন
মুখের পানে দেখবি না -
থাক
তোরে আর দেখব না।
ইস
তোরে আর দেখব না
ভাবিস কি তুই ?
দেখার আমার লোকের অভাব ?
মন দিলে মন মিলবে না ?
যা
কথা আর কইব না ।
কথা আর কইব না ।
আমার আছে
জগত ভরা বিশ্ব জোড়া ডাক
আকাশ পানে জলের টানে
চিত্ত ভরা থাক।
ছন্দে যখন পড়বে দাঁড়ি
আবার নতুন ছন্দ পাব
আবার করে নতুন করে
ছন্দে গন্ধে সুর মেলাবো।
পরান পাখি মেলবে আঁখি
নতুন করে পুরনো মনে -
আমিই না হয় রইনু পরে
তোর্
তোর্
ভালবাসার একটি কোণে !
ইস
বড্ড বেশি গোমর হলো ?
ভাবলি
তোকে ছাড়ব না ?
ঠিক ভেবেছিস, যা ভেবেছিস
ও লো
তোর্ তরে মান করব না রে
তোর্ তরে মান করব না।
No comments:
Post a Comment