Sunday, January 25, 2015






দুই এক্কে দুই 



থাকো নির্ভয়ে , নিরাপদ আশ্রয়ে 


 কথোপকতন
 


Moments Together

                                                                                              Hair Do 1
              Hair Do 2

গানটুলির প্রথম গাড়ি , মাষ্টামশাই এর দেওয়া 



 








দাদুভাই এর কোলে প্রথম বার , প্রথম আশীসের ছোঁয়া 



 
 
অসচেতন সব  মুহুর্তে 
 


Return of Smile
 
 
রূপকথা 


   চোখের পাতায় শুধুই এখন ঘুম আসে -
তন্দ্রাজড়ানো  স্বপ্নগুলো ছড়িয়ে থাকে চারপাশে। 
অনন্ত ছিল রাত্রি যারা -
যেন স্মৃতির লোকে মিলিয়ে যায় -
চোখের পাতায় ঘুম আসে -
শুধু ঘুমেই চোখ জুড়িয়ে যায়। 
বহু রাত্রি , নিদ্রাবিহীন কেটেছে এ জীবন জুড়ে 
 আজ যেন তারা ভীড় করে আসে 
এক সাথে, আর একই সুরে। 


Monday, January 19, 2015


वह दर्द भी क्या दर्द है 
  जिसमें कोई मरहम ही न लगाये 
न जताओ वह बेकार की गम
  जिसकी कोई गहराई समझ न पाये। 

ये दिल तो ठहरी एक जँहा नाज़ुक सी
  जो शायद फूलों से मुरछा जाए 
वरना वैसे भी कौन है दुनिया में 
  जो इन्हे कभी चोट पहुँचाना चाहे। 

 बहता हुआ एक कश्ती है ज़िन्दगी तो
  जो ख़ुशी के खोंज में यूँही बहता जाये   
वह आँशु भी क्या आँशु है आँखों में 
  हर रोज जो गुमनाम छुपता जाये 
वह दर्द भी क्या दर्द है 
  जिसमे कोई मरहम न लगाये। 

Friday, January 9, 2015


আমাদের যাত্রা হলো শুরু 



                                
                  প্রথম আলো। ... Blessing of God , first on land



                

              ঈশ্বরকে  ধন্যবাদ


                       


                   ঘরে ফেরার শ্রেষ্ঠ গান ......... সঙ্গে নিয়ে এলাম



                           

 
গৃহপ্রবেশ 
 
 
প্রথম চোখে চেয়ে দেখা , প্রথম কানে শোনা 


পিতৃমুখী সদাই সুখী 
 
রূপকথা 
 
 

 


দিন রাত্তির যখন শুধু স্বপ্ন দিয়ে আঁকা
নিদ্রায় আর জাগরণে শুধুই ভরে থাকা। 

অফিস বসে অকারণে মন  যেন  আনচান
ঘরের মধ্যে ঘুমিয়ে আছে ঘরে ফেরার টান। 
 দিবা রাত্রি খাটনি এখন গায়ে লাগে না
দুঃখ কিছু আছে তোমার ?
.......... মনে তো হয় না।



"প্রতিটা ক্ষণ  আমায় দাও "
এমন তর দাবি -
প্রথম বার ভালো লাগছে
কেমন করে ভাবি !

 






এক মাসের বাচ্চার শোওয়ার ধরন

 
 
মেঘ
 


 
পরম মুহূর্তরা 
 


 
২১ দিনে ষষ্ঠী পুজো