Sunday, July 26, 2015



বর্ষা ঘনায় , শিমুলের ছায় -
একরাশ স্তব্ধতা নির্বাক নেমে আসে
থমথমে সরণী বেয়ে
কে ডাকে ?
ওই কালো মেয়েটাকে ?
সর্বনাশা গান গেয়ে।

অশনীর মত বিছিয়েছে চুল
রাত্রি কালো , গভীর ঘন
যেন বোকার মত করে ফ্যালা
গোপন কোনো ভুল।

বর্ষা নয় , বিপদ ঘনায়
নিশি ডাকে , হাতছানি দেয়
মত্ত হাসি হাসছে মেয়ে
নিজের প্রেমে ,
নিজেই মশগুল।

ক্ষেপছে মেয়ে , হাসছে দেখো
ঝলসে উঠছে চোখ
প্রলয় নাচছে ,
চাহনিতে ওর
লেলিহান  প্রতিশোধ।

নে মেয়ে তুই , সব বুঝে নে ,
হিসাব যত বাকি
আছড়ে পরে আয় রে নেমে
দে ধুয়ে দে এক লহমায়
পুঁজের মত জমতে থাকা
মহাকালের ফাঁকি।

অভিমানে , কালো মেয়ে ,
শরীর ভারী তোর্
কাঁদবি না তুই ,
কাঁদবি কেন ?
বাঁধ রে মনের জোর।

বড্ড বেশি শরীর বোঝে
পুরুষ পৃথিবী
করুক এবার ধারণ দেখি
রুদ্র নৃত্যে নাচতে থাকা
হাসির কোণে  মরণ আঁকা
সর্বরূপী বর্ষা রে তোর্
মত্ত প্রকৃতি।

অনেক তো দিন রাখলি ওদের
ভাবনাবিহীন সুখে
আর নয় তোর্ মিথ্যে বাঁচা
আয় নেমে আয় ঝঞ্ঝা যত
অনাচারের বুকে ।
 

No comments:

Post a Comment