আমার প্রাণের নিভৃত গোপন ব্যথা 
বলব কারে ? সে জন কোথা ?
অন্তহীন নিরাকার নীরবতা। 
                              এ নিভৃত গোপন ব্যথা। 
সে যে ছুঁয়ে যায় শুধু দিয়ে যায় এক চকিত বিবশতা 
চকিতে এসে চকিতে মেলায় , নামহীন , ছায়াময়তা। 
আমায় শুধু চলতে হবে , মন জানে। 
 পায়ে পায়ে পিছুটান বাঁধবে অকারণে। 
সে যে ফিরবে না আর , বন্ধ এখন সব বারতা 
আকঁড়ে থাকা গভীর প্রাণে নিবিড় শূণ্যতা। 
                            এ নিভৃত গোপন ব্যথা। 
Byathar majhe se thakbe ajiban
ReplyDeleteTomar vetar tomar gopon chaway
Janbe sudhu tumi ,tomar mon
Chokher jwale takei khuje paway...
Iswar tomay shanti din....byatha prosomito karun....