আবার শ্রাবণ হয়ে এলে ফিরে
মন বাউলের দুকুল ভেসে যায় হারিয়ে যাওয়ার একলা কোনো ক্ষণে ।
শ্রাবণ আমায় মাতাল করে ।
এগোয় না আজ কালো মেঘের বেলা শরীর জুড়ে নেশার আবিল তোলে
কালোয় সাদায় তড়িৎ এলা খেলা টুপটাপ তান জমতে থাকা জলে
শ্রাবণ আমায় পাগল করে ।
This is like a little magazine... an assimilation of thoughts, imagination and expression...I welcome all creative minds to enrich this magazine with their creativity.
No comments:
Post a Comment