Saturday, November 1, 2014

 
 
 
এই অলস দুপুর 
তোমার ভিতর আমি 
আমার ভিতর তুমি 
আমার মুখে নরম রোদের আলো 
তোমার ক্যামেরা 
পিছনে দূরদৃষ্টির আলো , না ঝলকানো। 
 
তুমি আর আমি 
কত গলা জড়াজড়ি 
কত আদর , সোহাগ , ভালবাসা 
কত রাগ , কত ঝংকার 
কত শত না বলা ভাষা। 
 
 
আমার চারিদিকে তুমি 
কঠিন দিনের দৃঢ়তা তুমি
সৎ পথের দিশা তুমি
নরম মনের পরশ তুমি
আলতো হাতের আদর তুমি
অনেক -
অনেক মনে পড়়া তুমি। 
 
 
তুমি আমার রাত্রি জাগরণ 
আতঙ্কেতে ছটফটানো মন 
বুকের মধ্যে জাপটে থাকা 
আমরণ আঁকড়ে থাকা 
আমার পরম প্রিয় জন। 
 
 
তুমিই আমার ঘুম ভাঙ্গানোর গান 
গভীর ঘুমে কানে আসা 
শুক সারীর ওই টান। 
তুমিই আমার মধ্য দিনের 
তেতে ওঠার ঘ্রাণ 
আমার উঁচু মাথা , আমার আত্ম অভিমান। 
 
 
আমার শিক্ষা , আমার রুচি 
আমার মিলেমিশে থাকা 
আমার সব কিছুতেই বড্ড তুমি 
 মস্ত বড় ফাঁকা নিয়ে 
আমার নিত্য বেঁচে থাকা। 
 
 
সহজ - সরল সত্য তুমি
হয়ত ,
হেরে যাওয়া এক পথিক তুমি 
তবুও বড্ড আমার তুমি 
আমার শরীর জুড়ে , মনকে মুড়ে 
তোমারই ছায়া 
পলকে পলকে খুঁজতে থাকা 
একটি কায়া। 
 
 
আমার চোখে লাগিয়েছিলে 
প্রকৃতিপ্রেমের ঘোর 
আজও ঘোরে বিভোর আমি 
তোমার চোখেই বিশ্ব দেখি
অশুদ্ধিতেও শুদ্ধি দেখি 
আজ কি তবে এমনি করেই কাছে আসো ?
আজও কি তুমি এই মাটিকে 
অমনি করেই ভালোবাসো ?
এসো , আমার কাছে এসো  
এটুক শুধু বলার আমার 
" বিকেল হলো , বাড়ি এসো ।"
 
 
 
 

3 comments:

  1. se ache tomari antare
    tomar protiti niswase
    jake tumi rekhecho sajie
    tomar amogh biswase

    se aajo tomar saralata
    ekaki muhurter gaan
    tomar banchar akulata
    na ferar joma abhimaan

    chole jodi jay keu dure
    sarire je firbena aar
    jeno sabkhane lekha ache
    se aajo tomar,tumi taar

    .....tomar kaste ami aamr haat rakhlam....santanar....tini achen, thakben....tumi hoye ajiban....

    ReplyDelete
  2. Tor pitri tarpan pore vasha hariye jachhe . Ei chalak sansare tor baba chhilen ' boka '. Shishu jemon 'boka' , fnashikathe latkano shahid ra jemon ' boka ' , temni . Ei bokami biswa sansare chhoriye poruk tabe prithibi shuddho hobe , saral hobe , pobitro hobe .

    Tor mon ta , ei mon ta bnachiye rachis, chirokal .

    Ranen ( Dhara ) Kaku

    ReplyDelete
  3. It was heartening to read both the above comments. Having known both these gentlemen (by name & by face), I feel sad for one of them and probably a bit envious of the other. Sad because he didn't have a chance to meet this man, and envious because he hd had a lot of valuable time with this man. :-) I am probably in the third category, who have seen this man for only a small period of my life. During those good old days, it seemed that I know this man a lot. But now when the space is void and I look back with fond reminiscence, I realize that I might have known only a fragment of this man. Alas, I wish I had the chance to spend some more time with him. His simple & eternal motto of taking things in the most simplest way was perhaps the most admirable qualities which one can build into himself...

    ReplyDelete