Saturday, February 14, 2015

Valentine's Day Special


মহামুনি বাল্মিকি টোল খুলি বসি
একমনে ঢুলিছেন , ছাতা খাতা লয়ে
রামায়নী রাম গান তর্জমা করি
আজিকেই গাহিবেন মন প্রাণ ভরে।
 এই ভাবি , সকালেই স্নান সারি আসি
গঙ্গার জল আর ধুপ ধূনো দিয়া
খুলিছেন টোল আর আসনটি পাতি
স্মরিছেন রামেরে একাগ্র মনে।

মনে বড়  আশা তবু শঙ্কাও সাথী
ক্ষুদে সব আজিকাল বড় বেশি বোঝে
কি বুঝিতে কি বুঝিবে তা  ভগবানই জানে
রামেরেই রাবণ  বানায়ে না ছাড়ে।
এমনিও আজিকাল টোল  বড় ফাঁকা -
ক্রমে ক্রমে কমিতেছে পড়ুয়ার ঢল -
চিন্তিত মুনিবর; তবু আশা রাখে -
সকলি হইবে ঠিক রাম যদি চান।

সাত পাঁচ এই সব ভাবিতে ভাবিতে
কখন ঘুমান ঋষি নিজেও না জানে
সহসা সচকিতে চমকি উঠেন
কচি কচি, কাঁচা কাঁচা, চেনা কোনো স্বরে।
দেখিলেন এক কচি দাঁড়াইয়া আছে
বই খাতা পেন্সিল সাথে করে লয়ে
কোনো দিন দেখা তার মেলে না যদিও
আজ তবে আসা কেন বিরস বদনে ?

গুরুর সর্বাঙ্গ উঠিল জ্বলিয়া
"এত দেরী কেন তোর্ ওরে মুখপোড়া !
দেখ চেয়ে সকলেরই শেষ হলো পাঠ
এখন আসিয়া তুই বাড়ালি কি শোভা ?
ভ্যাবাচ্যাকা পড়ুয়াটি চারধারে চায়
যেন কথাগুলি কিছু বুঝিতে না পারে
গুরু আরও রাগী ওঠে ভাবখানি দেখি
থমকিয়া যান তবু বেতটি লইয়া।

কার পাঠ হলো শেষ! কার হলো শুরু !
কেউ তো কোথাও নেই , ফাঁকা টোলখানি
একা একা ঢুলিতেছে বনবিথিতলে -
কোনমতে ঋষিগুরু সামলে  নিজেরে।
বলিলেন , " বেশ বেশ এসেছিস তবু
আয় বোস বল দেখি কার কি হইলো ?
এতজন একসাথে করিল কামাই !
করিল অসুখ ? নাকি উৎসব কোনো ?"

ক্ষুদে বলিল , " আজ উত্সব বড়
চারিদিকে দেখিলুম সাজ সাজ রব
বড়রা বলে , আজি বড় শুভ  দিন
আজিকার দিন নাকি প্রেমের দিবস।
সকলে গিয়াছে তাই প্রেম করিবারে
বাগিচা উদ্যান আর রাস্তারা যত
ভরিয়া গিয়াছে সব যুগলে যুগলে
ঘুরিছে সকলে আজ ধরি হাতে হাত। "
গুরুর পিলেটি যেন চমকিল প্রায়
ঘোর কলি ! এ কি শুনি ! কানে দেন হাত
অনাসৃষ্টির সব কান্ডরা যত
হায় রাম ! কোথা  তুমি ! এ কি অনাচার !
রাগ সব পড়িল গিয়া ক্ষুদেটির 'পরে
"প্রেম যদি এ দিবসে  করিতেই হয়
ভালোবাসিতেই  হয়  নিয়ম মানিয়া
তুই তবে হতভাগা কি করিতে এলি ?
পড়াশুনা শিখিবার এত কেন সাধ ?"

করজোরে পড়ুয়াটি ক্ষীণস্বরে কয়
"পিতা বলে গুরুকাছে সত্য বলিবেক ।
তাই বলি, বরাভয় যদি দেন গুরু
সাধ করে টোলে আমি আসি নাই , প্রভু।
ওই কোণে বালা এক বসে রোজ আসি -
আজ বলেছিল সে যে  আসিবে নিশ্চয়
 মোর তরে রাঙ্গা  ফুল আনিবে তুলিয়া
তাই আজি আসিয়াছি শুধু তারই তরে। "






 

No comments:

Post a Comment