একদিন অকারণে উড়ে যায় চাঁদ জোছ্নাকে ছেড়ে -
মেঘের ভেলায় ভাসতে ভাসতে
খেয়ালের রঙে হাসতে হাসতে
জাদুর ছোঁয়া ছুঁয়ে ছুঁয়ে রাত-পরীদের ঘুম কেড়ে।
আকাশকে জুড়ে ইতিউতি চাঁদ উঁকি-টুকি খেলে যায় -
জোনাকিরা সব আলো জ্বেলে রাখে
নিঝুম রাতের এক এক ফাঁকে
পৃথিবী ঘুমায় শুধু ফেলে যাওয়া জোছ্না মেখে গায়।
জোছ্নার রাত কেটে যায় দূর আকাশের পানে চেয়ে -
ধরা দাও চাঁদ, ধরা দাও চাঁদ
এই শুরু আর এই শেষ সাধ
আবার দোহে পাড়ি দিই চলো স্বপন তরণী বেয়ে।
চাঁদ নেমে আসে টুপ করে ওই আঁবগাছটার ডালে -
নিঃসারে দুই-এ চোখে চোখে চায়
জোছনায় চাঁদ লুটোপুটি খায়
আর মেলে তারা একই সাথে আগত উষার আড়ালে।
No comments:
Post a Comment