বলেছিলে একলা থাকতে চাও -
বলেছিলে আমায় ছেড়ে যাও -
চলে গেছি।
চলে গেছি অন্য প্রান্তরে -
আমার আলোক তোমায় ছোঁবে না যেখানে।
বলেছিলে একলা থাকতে চাও -
বলেছিলে মুক্ত থাকতে দাও -
দিয়েছি মুক্তি
দিয়েছি বন্ধ দুয়ার খুলে -
আমার আগল তোমায় বাঁধবে না আর , এ জীবনে।
আবার ফুটবে কৃষ্ণচুড়ার ফুল
আবার ঝরবে ঘাসে
আবার নামবে বৃষ্টি
হিমেল পরশে।
কিন্তু আমি আসব না আর ফিরে
তোমার গানকে ঘিরে ঘিরে
ভালো আছ , ভালো থেকো - আমি বিহনে -
শুধু ভাবি ,
আজও কি কখনো আমার কথা ভাব ? ... অবসরে ? ..... নির্জনে ?
Kobekar pode thaka krishnachuda daake
ReplyDeleteEtodine sada pelo mon
Bujhechi,
Je phool Jhorechilo atite
Abosese holo jatha sthane samarpan...
Anobadyo lekha,mon vore gelo