শব্দহীন এক নিরন্তর গতি
ছুটছে ছুটছে ছুটছে
তাল মেলাতে মেলাতে
ছুটছে পৃথিবী
এক অন্তহীনতার পথে।
আছড়ে আছড়ে পড়ছে ঢেউ
ঠুকরে ঠুকরে ভাঙ্গছে পাথর
বোবা কান্নায় ভরছে বাতাস
দিগ্বিদিকে শুধু পোড়া পোড়া গন্ধ।
কী পুড়ছে ?
ও কী পুড়ছে ?
পুড়ছে সভ্যতা
অবক্ষয়ের আঁচে পুড়তে পুড়তে
ঝলসে যাচ্ছে যৌবন।
সেই ঝলসানো তাতে ক্ষইছে ভিতর
ক্ষইছে ভিতরে লুকিয়ে থাকা বোধ
মূল্যবোধের প্রাচীর নুইতে নুইতে
লুটিয়ে যাচ্ছে লোভের পদপ্রান্তে
ঈর্ষা , কাম , ক্রোধ ভরে দিচ্ছে হৃদয়
জায়গা নিচ্ছে উন্মত্ততা
মানবিকতার বলিতে চড়ানো হচ্ছে
মাৎস্যন্যায়ের ভেট
পতন পতন পতন
অবাধ পতন
আগ্রাসনের লকলকে জিভ
হুসহাস করে টেনে নিচ্ছে সবটুকু জীবন।
জীবন বেঁচে থাকে -টানে , মানে , প্রাণে
সব ডুবে যাচ্ছে
ডুবে যাচ্ছে সব অলসতার অতলে
মুখ থুবরে পড়ছে
ভাবনাহীন , চিন্তাহীন ভালোবাসাহীন পৃথিবী
ইতিহাস সাক্ষী রেখে পৃথিবীর এই নিঃশব্দ ক্ষয়
ষড় রিপুর দামামা বাজিয়ে
এখন শুধু কলিকালের জয়
জয় , কলিকালের জয়।
ছুটছে ছুটছে ছুটছে
তাল মেলাতে মেলাতে
ছুটছে পৃথিবী
এক অন্তহীনতার পথে।
আছড়ে আছড়ে পড়ছে ঢেউ
ঠুকরে ঠুকরে ভাঙ্গছে পাথর
বোবা কান্নায় ভরছে বাতাস
দিগ্বিদিকে শুধু পোড়া পোড়া গন্ধ।
কী পুড়ছে ?
ও কী পুড়ছে ?
পুড়ছে সভ্যতা
অবক্ষয়ের আঁচে পুড়তে পুড়তে
ঝলসে যাচ্ছে যৌবন।
সেই ঝলসানো তাতে ক্ষইছে ভিতর
ক্ষইছে ভিতরে লুকিয়ে থাকা বোধ
মূল্যবোধের প্রাচীর নুইতে নুইতে
লুটিয়ে যাচ্ছে লোভের পদপ্রান্তে
ঈর্ষা , কাম , ক্রোধ ভরে দিচ্ছে হৃদয়
জায়গা নিচ্ছে উন্মত্ততা
মানবিকতার বলিতে চড়ানো হচ্ছে
মাৎস্যন্যায়ের ভেট
পতন পতন পতন
অবাধ পতন
আগ্রাসনের লকলকে জিভ
হুসহাস করে টেনে নিচ্ছে সবটুকু জীবন।
জীবন বেঁচে থাকে -টানে , মানে , প্রাণে
সব ডুবে যাচ্ছে
ডুবে যাচ্ছে সব অলসতার অতলে
মুখ থুবরে পড়ছে
ভাবনাহীন , চিন্তাহীন ভালোবাসাহীন পৃথিবী
ইতিহাস সাক্ষী রেখে পৃথিবীর এই নিঃশব্দ ক্ষয়
ষড় রিপুর দামামা বাজিয়ে
এখন শুধু কলিকালের জয়
জয় , কলিকালের জয়।
je bodh jwalie rakhe
ReplyDeleteantare deep sarakhon
bastab muche dyay
valobasbar sei mon
tabu jodi valobese
roye jay keu bahu dure
nijeke pudiye niye
valobese more sure sure
tar kache sab kichu
valomonder naamhin
se sudhu banchte chay
buke niye kono ek rhin...