Thursday, March 19, 2015

পাগলা তখন কিশোরবেলা


একলা তখন মন ছিল তাই আকাশ আলোয় ভাসছিল
স্বপ্ন দেখার আরাম মেখে সন্ধ্যাগুলো হাসছিল।
মন্দ্র বাতাস ছন্দ তুলে পাতায় পাতায় নাচছিল
মেঘের পরত জানে না কোথায় আনমনা পথে হাঁটছিল।

পাগলা তখন কিশোরবেলা , লাগত ভালো লোডশেডিং
মিশকালোতে ডুবত শহর , মনে খুশির - ফাঁক- চিচিং

নিওন আলো খেই হারালে তিলোত্তমা থমকে যায় -
নীল আভা তাই সুযোগ বুঝে ছাদটার গা ধুইয়ে দেয়
পুরনো বাড়ির ঘুটঘুটে সিঁড়ি , বালতি রাখা রেলিং পায়
ঠং ঠং ঠং , হঠাৎ গড়ায় , প্রতিধ্বনি দেওয়াল গায়। 

প্যাচপেচে ওই গরম মেখে দরদরিয়ে চান
চুপ করে শোঁকা ঘর জোড়া কোনো চেনা শরীরের ঘ্রাণ।

মোমের আলোয় নিস্পলকে মায়ার খেলা দেখা
আগুন কেটে আঙ্গুল চলে দাপটে বাজি রাখা
কালো ক্যানভাসে শহরের সেই ছটাক্  ছবি আঁকা -
পাগলা তখন কিশোরবেলা , আঁধারেও ভালো থাকা। 

No comments:

Post a Comment