Tuesday, March 10, 2015

 

সময়ের দর্পণে মুখ রাখি 


সময়ের দর্পণে মুখ রাখি


সময়ের দর্পণে মুখ রাখি
কালো কালো অস্পষ্ট ছায়ারা
এগোয় - পিছোয়
প্রতিচ্ছায়া
ভেসে ভেসে ওঠে পারদের ওপারে।
আনমনা শিশু
ভুলোমনা মন
এলোমেলো চলা
বড় কিছু হাত
আদর-ছায়া -শাসন - ত্রাষণ।
উন্মনা চোখ
পড়ন্ত বিকেল
ছাদের কিনারে
পাঁচিলের গা-এ
ঠায় দাঁড়ানো কিশোরী পা-এ
ঘোরানো নুপূর।
রাতের আকাশ
ভেসে চলা মেঘ
ছাদেতে মাদুর
এলানো শরীর
প্রসস্ত নিশ্বাস
আর
এক বুক বিশ্বাস।

সময়ের দর্পণে মুখ রাখি
পরিণত কোনো মুখ
স্থির , অবিচল
নির্ভুল চলা
ঘাতসহ মন
দৃপ্ত ভঙ্গী
প্রত্যয়ী চোখ।
শক্ত চোয়াল
কাঁধেতে ভার
উন্নত গ্রীবা।
কল্পনা খোয়া যাওয়া
শুধুই যুক্তি -বোধ।
সময়ের নাগপাশে
বন্দী প্রতিক্ষণ
যোগ-বিয়োগের অঙ্ক কষে
ঠেকতে শেখা হিসেবী মন।

ভাবি ,
শেষ কোন বার ছাদে উঠেছি ?
আকাশ দেখেছি কবে ?
বেখেয়ালে বেহায়া মন
উদাস হয়েছে কবে ?
ভাবি ,
পথ হারিয়েছি কী ?
সময়ের দর্পণে মুখ ঢাকি। 

1 comment:

  1. Darpane mukh dheke rakha
    Se mukh hyto mukh noy
    Samay perie mone thaka
    Mukherai ,asole samay...

    Khub sundor lekha...valo theko..

    ReplyDelete