Thursday, March 19, 2015

 

প্রণমি নাথ 

 
 
                দিতেছ দুখ , দিতেছ শোক , দিতেছ ক্লান্তি , কী অনন্ত ক্ষোভ
                     তারই মাঝেও তুমি হে নাথ , সদা বিরাজিছ শত আনন্দে
                     কেমনতর এ  প্রকাশ তব রূপে - রসে - প্রেমে - ছন্দে - সুগন্ধে ?
                দিয়েছ যে রোগ , দিয়েছ যে ভোগ , দিয়েছ বিষাদ , কত  না বিক্ষোভ
   ( তবু ) আনত করে , বিনত করে , হরেছ আমার ক্রোধ - মোহ  - লোভ।

                 চরমতম শূণ্য করেই  হেসেছ জয়ের  সে উদ্ধতহাস
                 তবুও কেন মনের মাঝারে এখনো জেগে অফুরান আশ্বাস ?
 
                 অবুঝ অভিমান  ,বোঝেও না মন  , রিক্ততাও যে তোমারি দান।
                 দিয়েছ যে ধন , দিয়েছ যে মান , দিয়েছ শ্রান্তি , কত সম্মান  -
  (তবু )  এ চিত্ত আমার বিশুদ্ধ করে ভরেছ আমার অন্তরবোধ। 
 আনত করে, বিনত করে, হরেছ আমার ক্রোধ - মোহ - লোভ। 

1 comment: