Thursday, March 19, 2015

 

ঘুমিয়ে রয়েছে  ভিসুভিয়াস




ঘুমিয়ে রয়েছে  ভিসুভিয়াস
ওকে ঘুমিয়ে থাকতে দাও
বুকের মধ্যে জলন্ত লাভা
ধিক ধিক করে জ্বালিয়ে নিয়ে
শুয়ে রয়েছে সে
জাগিও না
ওকে শুয়েই থাকতে দাও।
পাঁজরে পাঁজরে বন্দী ওর
গলগলে উত্তাপ
আর
ফুঁসে ওঠা আগুন
সে প্রাচীরে ছিদ্র কোরো না
ঘুরিও না চাবি
তাদের বন্দী থাকতে দাও
জ্বালা
জ্বলে পুড়ে খাক হওয়া
জ্বালা ওর বুকে
দাবানল লেগে যাবে
অগ্নিস্ফূরণে পুড়ে যাবে
সাজিযে রাখা পৃথিবী
গলন্ত লাভার চলন্ত স্রোতে
ডুবে যাবে প্রাণ
পৃথিবীর বিকৃত , অচেনা লাশের ছবি
দেখতে চাও কি ?
দেখো না। 
ওকে সেজেই থাকতে দাও
ঘুমিয়ে রয়েছে ভিসুভিয়াস
ওকে ঘুমিয়ে থাকতে দাও।
 

1 comment:

  1. Visuviyas ghumie thake sei sab
    Moner adale
    Jara jaane jwalanto lava
    Poday haat,
    ajotha badale
    Tai jodi ghumiei thake
    Smriti niye chokher patay
    Swapno sajie nik
    Fute jawa jwalanto lavay...

    ReplyDelete