Sunday, March 22, 2015



বেহুলা ----------
ও তুই বেহুলা রে , পথ দিখা ক্যানে
আমায় পার কইরা দে
আমি হাঁচড় - পাঁচড়  কইরা ক্যামনে
ওপার যামু রে
আমায় পার কইরা দে।
ও বেহুলা  ................

ও বেহুলা  .................
আমায় সমুন্দর ডাইকে  রে
আমি গাং পার হইব রে
(ও ) তুই আগে চল রে ,
আমি পিছা পিছা যাইমু রে
ও বেহুলা  ................

তুই তো লখিন্দরকে লইয়া
উজানে নাও বাইয়া
তোর ঘরে ফিরিস রে -
সমুন্দর পারে , আমার পিরিতি বাস করে
আমি যাইমু ক্যামনে
আমায় পথ দিখা ক্যানে।
ও বেহুলা -

No comments:

Post a Comment