Thursday, May 28, 2015


তোমার শরীরে ধুলো কেন হবে ?
ধুলো এখন আমার শরীরময়
তোমার দেওয়া ভূষণ এখন 'ধুসর'
সেই রঙেতেই দৃষ্টি বিষাদময়।

ধুলোর চাদর ওড়াও তুমি রোজ
নিঃশব্দে তাই মেখে নিই গায়
ধুলোয় কাদায় বিবর্ণ আজ আমি
শব্দ নেই , নীরব , নিরুপায়।

তোমার হয়তো অনেক কথা আছে
এদিক ওদিক ঝাপটা মারে তারা
আমার শুধুই মৌন অনুভব
কবিতারা আজ স্তব্ধ , বাক্যহারা।

আজ তো আমি শতেক দোষে দোষী
ভালো , না হয় , সেটাই মনে রেখো।
ক্ষুদ্র আমি , হেরেই না হয় গেলাম ;
তোমার মত তুমি ভালো থেকো। 

No comments:

Post a Comment