Sunday, May 31, 2015



বৃষ্টি হয়ে নয়
আজ রাত কাটে অপমানে
বিবস্ত্র করে ভালবাসাকে  টেনে আনা হয়
হাটে বাজারে।
চেয়ে চেয়ে দেখি
কতদূর লাঞ্ছিত হতে পারে
কিশোরীর নিস্পাপ ভালোবাসা।
বিষোদ্গারে জনসমক্ষে লুন্ঠিত হয় সে।
জয়োদ্ধত পুরুষ !
নারীকে রণাঙ্গনে আহ্বিলে ?

No comments:

Post a Comment