Saturday, May 30, 2015



ঘন কালো মেঘে ডম্বরু বাজে -
জলছায়া আঁকা একলা পায় -
ভেজে মন , অচেতন
ফেরে না হারানো ধন
অঝোর ঝরা এ শ্রাবণ
আমার একলা শ্রাবণ।

ওড়না উড়িয়ে মেঘেরা আসে
ভরতে অবকাশ
তোমার চারপাশ
নিঃশব্দ সে কথন
শোনো কি তুমি ? মন ?
ছন্দপতন , হঠাৎ শ্রাবণ -
তোমার একলা শ্রাবণ।

মারবা থেকে মেঘ ?
নাকি মেঘ থেকে মল্লার ?
জানে না , এ সিক্ত পবন

সে তো ভেজা ভেজা লয়ে
গান বেঁধে যায় -
এই শোনা যায় , ওই সে হারায় -
মুষলধারে, এক নাগাড়ে -
তোমার -আমার দোঁহার শ্রাবণ। 
আমাদের একলা শ্রাবণ। 

No comments:

Post a Comment