গভীর থেকে আরও গভীরে
তলিয়ে যায় অনুভব।
অসীম , অতলে বহমান নিশ্চুপ স্রোত
স্তব্ধতার অপরূপ অন্ধকার -
আধাঁর সেখানে আলোকময়
নিশ্ছিদ্র , নীরব।
গভীরতার বাণী সবখানে ভাষাহীন
শুনতে যে পারে
সে নীরবে শোনে
হৃদ্সাগরে ডুব দেওয়া মন
অনন্ত , অসীম।
ভাষা কোথাও পথ ভুলে যায়
ঘুরতে ঘুরতে এক হয়ে আসা
ক্ষুদ্র কোনো বিন্দুতে
ক্ষুদ্রতম বৃহৎ
চারপাশে তার বিচ্ছুরিত কালো
সেই কালোর আলোয় সৃষ্ট জগৎ
ব্যপ্তির পরে ব্যপ্তি
পরতের পর পরত।
সেই কথাহীন নাভিকুন্ডলীতে
জমা থাকে ভাব
পেঁচিয়ে পেঁচিয়ে উঠতে থাকে
পেট থেকে বুকে , বুক থেকে গলায়
হাত পা মেলে - শিরায় শিরায়।
তারপরেই কন্ঠনালীতে দলাপাকানো চাপ
গোলাতে থাকে
গোলাতে থাকে
বেরোতে পারে না
বন্ধ মুখের ভেজানো দ্বার
প্রকাশ পায় না
যন্ত্রণা হয়।
Govir khoje vasha
ReplyDeleteGovir khoje jwal
Tar o niche lukie thake
Govirer atal
Je dekheche alo
Govir jantranay
Se paay na kichu
Govir take paay...
Khub anuvabi lekha....govir e choyar mato..