আমায় তুমি নিষেধ করো না -
আমার পাশে অনেক মুখের ভীড় -
চেনা মুখগুলোর চিত্র-বিচিত্র বক্ররেখায়
আমি সৃষ্টি দেখতে পাই।
এই ক্যানভাসে রং বদলায় প্রতিক্ষণে
আপনমনে।
লালের সাথে মিশতে থাকে হলুদ
প্রেমের সাথে মিশতে থাকে রাগ
নীলের সাথে মিশতে থাকে কালো
স্বপ্নের সাথে মিশতে থাকে জাত।
আমি দেখতে থাকি মুগ্ধ চোখে -
রেখারা সব নিজের মত চলে ,
কৌশলে।
হাসতে থাকে ক্রোধ
কাঁদতে থাকে লোভ
মুহুর্তে বদলিয়ে যায় ক্ষণভঙ্গুর মন ,
অনুক্ষণ।
খুশির উর্দ্ধরেখা পলকে নেমে আসে
নিম্নখাদে ,
বিষাদে।
আচমকা তড়িৎ খেলে ধুসর , হতাশ চোখে
জীবন হাসে
মৃত মানবলোকে।
আপাত নিরীহ ভুরুর রেখা
নিঃশব্দে গোপন কথা বলে ,
পলে পলে।
সরলরেখায় জগতে থাকতে বোধ
জাগার আগেই দমিয়ে দিয়ে
বাঁকতে থাকে ধনুকরেখা
ফুঁসে ফুঁসে ওঠে দ্বেষ
কুঞ্চিত রেখা কারণ খুঁজে মরে ,
একলা ঘরে।
বড় তাড়াতাড়ি বদলাতে থাকে মন
বেহালার ছড় মীর টেনে যায়
ঋষভ -পঞ্চমে
রেখারা অঝোর ঝরে ঝরে ,
একলা ঘরে।
সেই রেখারাই ম্যান্ডোলীনে
শরীর নাচিয়ে তোলে
রেখারা দোলে
রেখারা দোলে।
কামুক চোখ মাপতে থাকে শরীর
ভাবুক মন ভাবতে থাকে চিত্তশুদ্ধি পথ
ক্যানভাস জোড়া গল্পের খেলা
শ্রুত -অশ্রুত ; বলা না বলা।
তুমি যেন আমায় নিষেধ করো না
বদলাতে থাকা চিত্রলেখায় আমি সৃষ্টি দেখতে পাই
দোহাই তোমায় ,
আমায় তুমি নিষেধ করো না।
No comments:
Post a Comment